Morning Story : অম্বানি-পরিবারকে হুমকি, বাণিজ্যনগরী জুড়ে জারি হাই অ্যালার্ট, দেখুন Ananda Sakal II
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিল্পপতি মুকেশ অম্বানির বাড়ির অদূরে জাল নম্বরপ্লেট লাগানো গাড়িতে ২০টি জিলেটিন স্টিক। গাড়িতে অম্বানি পরিবারকে উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি।মুম্বই জুড়ে হাইঅ্যালার্ট। মোতায়েন বাড়তি পুলিশ। রাস্তায় গাড়ি তল্লাশি।
দিনভর কর্মসূচি। বৃহস্পতিবার বাঙালি আবেগ ছুঁতে এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (Bibhuti Bhushan Bandyopadhyay) বাড়িতে গেলেন জে পি নাড্ডা (JP Nadda)। মাল্যদান করলেন মঙ্গল পাণ্ডের মূর্তিতেও। এরই মধ্যে তৃণমূল নেত্রীকে ভাষা-কটাক্ষ জেপি নাড্ডার। এদিকে হাইভোল্টেজ রাজনৈতিক প্রচারে একে অপরকে আক্রমণ করতে গিয়ে শব্দের ওপর কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন রাজনীতিবিদরা?
বিভিন্ন শব্দবন্ধ ব্যবহার করে এর আগেও BJP-র শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবার লক্ষ্য একটাই, ভোটারদের মনজয় করা। শেষ অবধি তাতে সাফল্য কে পায়, সেটাই দেখার।