Ananda Sakal: উত্তরদিনাজপুরের চোপড়ায় শুরু রাহুল গাঁধীর ভারত জো়ড়ো ন্যায় যাত্রা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তর দিনাজপুরের চোপড়ায় শুরু রাহুল গাঁধীর ভারত জো়ড়ো ন্যায় যাত্রা। শিলিগুড়ির পর বাংলায় রাহুল গান্ধীর বাকি ন্যায় যাত্রাতেও সামিল হবে সিপিএম। রবিবার, শিলিগুড়িতে কংগ্রেসের ভারত জো়ড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার। উত্তর দিনাজপুরের চোপড়ায় সনিয়া-পুত্রের কর্মসূচিতেও থাকছে স্থানীয় বাম নেতৃত্ব। তবে ৩১ জানুয়ারি, মালদা থেকে শুরু হতে চলা রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ের ন্যায় যাত্রাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সিপিএম। সূত্রের খবর, মালদায় কংগ্রেসের ভারত জো়ড়ো ন্যায় যাত্রায় সামিল হচ্ছেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা। মুর্শিদাবাদে অধীর চৌধুরীর জেলায় রাহুল গান্ধীর সঙ্গে থাকছেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কংগ্রেস সূত্রে খবর, রাহুলের ন্যায় যাত্রায় সামিল হতে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে।