RG Kar News: আজ ফের রাত দখলের আহবান, আর জি করের হামলার ১ মাসের মাথায় জুনিয়র চিকিৎসকদের এই ডাক
ABP Ananda
Updated at:
14 Sep 2024 12:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযারা নেমে এসেছিল অগণিত মোমের আলো হয়ে। ১৪ অগস্টের সেই আশ্চর্য রাতে। রাত দখলের আহ্বান ছড়িয়ে গিয়েছিল মহানগর পেরিয়ে শহরতলি, গ্রামে-গঞ্জে। সঙ্গী হয়েছিলেন পুরুষরাও। তাদেরকে ফের রাত দখলের আহবান করেন জুনিয়র চিকিৎসকরা আরজিকরের হামলার ১ মাসের মাথায় জুনিয়র চিকিৎসকদের এই ডাক। অবস্থান বিক্ষোভের পাশাপাশি রাত দখলের ডাক দেওয়া হল স্বাস্থ্য ভবনের সামনে থেকে। ১৪ অগস্টে মহিলাদের রাত দখলের সময় আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও।