IMA News: আরজি কর কাণ্ডের আঁচ, IMA-র নির্বাচনী প্রস্তুতির বৈঠকে বচসা | পদত্যাগ সহ সভাপতির | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার আর জি কর কাণ্ডের আঁচ এসে পড়ল IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে। ডাক্তারদের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হল। উঠল গো ব্য়াক স্লোগান। বৈঠকে IMA জলপাইগুড়ি শাখা ও IMA কলকাতা শাখা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইএমএ কলকাতা শাখার সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস। আইএমএ কলকাতা শাখার সভাপতি এবং আইএমএ রাজ্য শাখাকে ই-মেল পাঠিয়ে পদত্যাগ, জানালেন কৌশিক বিশ্বাস। 'পদত্যাগের নেপথ্যে রয়েছে আর জি করকাণ্ডে আইএমএ কলকাতা শাখার নিষ্ক্রিয়তা। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আইএমএ কলকাতা শাখার সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়নি। 'আইএমএ হেডকোয়ার্টারের নির্দেশের পরে সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়', অভিযোগ কৌশিক বিশ্বাসের।