'বাবরি ভেঙেছি আমরা, কঙ্গনা কী শেখাবেন!', মুখপত্রে কঙ্গনাকে জবাব সঞ্জয় রাউতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2020 10:01 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কঙ্গনার অফিস ভাঙ্গায় স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের | অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন্মুম্বই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ| আজ শিবসেনার মুখপাত্র সামনায় সাংসদ সঞ্জয় রাউত একটি বিবৃতিতে বলেছেন, প্রতিশোধ নেওয়ার মনোভাব থেকে কঙ্গনার অফিসে বৃহন্মুম্বই পুরসভা অভিযান চালায়নি। কেউ যদি আইন ভাঙে তাহলে পদক্ষেপ করতে হয়| সেই সঙ্গে সঞ্জয় বলেছেন তাঁরা বাবরি ধ্বংস করেছিলেন|কঙ্গনা তাঁদের কী শেখাবেন| সঞ্জয় আরও লিখেছেন, কঙ্গনা মুম্বই সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন| যদি তিনি মন্তব্য প্রত্যাহার করে নেন, তাহলে আর ঝামেলা থাকে না| অন্যদিকে, আজ কঙ্গনা একটি ভিডিও ট্যুইট করেছেন| তবে সেখানে রাজনীতির কোনও কথা নেই| নিজের আশ্রমের একটা ভিডিও ট্যুইট করেছেন তিনি |