পুরযুদ্ধ ২০২১ (Seg 1): কলকাতা পুরসভা কার? ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা| Bangla News
abp ananda
Updated at:
21 Dec 2021 01:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা পুরসভা কার? তারই উত্তরে সকাল ৮টা থেকে শুরু হয় কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ সাড়ে ৯০০ প্রার্থীর। ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা হয়। মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা। ৭ থেকে ১০টি টেবিলে গণনার কথা ছিল। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি ড্রোনের মাধ্যমেও।