West Bengal Government: মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের আগে বিষ্ণুপুর ও সোনামুখী পুরসভার প্রশাসক পদে বদল, কটাক্ষ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Nov 2020 11:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বাঁকুড়ার পুর-প্রশাসক পদে বদল করা হয়েছিল আগেই। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে এবার বাঁকুড়ার আরও দুই পুরসভা বিষ্ণুপুর ও সোনামুখীর প্রশাসক পদে বদল করা হল। বাঁকুড়া জেলায় ৩ পুরসভা-বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী। আগামী ২৪ নভেম্বর জেলা সফরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিন পুরসভারই প্রশাসক পদে বদল করা হল। তৃণমূল সূত্রে খবর, জেলার ৩ পুরসভার কাজে মোটেই খুশি ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাঁকুড়া পুরসভার প্রশাসক পদ থেকে মহাপ্রসাদ সেনগুপ্তকে সরিয়ে অলকা সেন মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়। এবার বিষ্ণুপুরের প্রশাসক পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত বর্ষীয়ান তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়কে। বাঁকুড়া জেলার আরেক পুরসভা সোনামুখীর প্রশাসক পদ থেকে সুরজিৎ মুখোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তপনজ্যোতি চট্টোপাধ্যায়কে। পুর-প্রশাসক বদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বাঁকুড়ার তিন পুরসভারই প্রশাসক বদল জল্পনা বাড়িয়েছে।