‘মোদি চিনের দালাল, এখনও যুদ্ধই শুরু করল না’, সেনা মৃত্যুর বদলা চেয়ে সরব অনুব্রত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jun 2020 04:58 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বীরভূমের মহম্মদবাজারে গ্রামের বাড়ির কাছেই সমাধিস্থ চিনা হামলায় নিহত জওয়ান রাজেশ ওরাং। আজ তাঁর কফিনবন্দি মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির কাছেই মঞ্চে রাখা হয় মৃতদেহ। গান স্যালুটে শেষ সম্মান জানানো হয় রাজেশকে। সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা হামলায় নিহত হন রাজেশ। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। ঘোষণা করেছে রাজ্য।