Bangladesh News: বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর। 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে', সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের
আরও খবর...
এক রোগীর তাণ্ডবে উত্তেজনা ছড়াল SSKM-এর অ্য়ানেক্স পিজি পলিক্লিনিকে। অভিযোগ, হাসপাতালে রোগী থেকে শুরু করে তাঁদের পরিজন, এমনকী এক নার্সকে মারধর করা হয়। তবে রোগীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ করা হয়নি। এমনটাই দাবি করা হয়েছে হাসপাতাল সূত্রে।
শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার অলীক দাবি করে বসলেন BNP নেতাও। ভারতের থেকে বাংলা-বিহার-ওড়িশা দাবি করলেন BNP-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। মন্তব্য করলেন বাংলাদেশের সামরিক শক্তি নিয়েও। যা নিয়ে তীব্র কটাক্ষের ঝড় উঠেছে বিভিন্ন মহলে।