Bangladesh Live: জামিনের শুনানি এগিয়ে আনতে আর্জি চিন্ময়কৃষ্ণ দাসের, আবেদন নাকচ আদালতের
ABP Ananda Live: জেলমুক্ত জঙ্গিরা, সন্ন্যাসীকে বন্দি রাখতে মরিয়া ইউনূস সরকার। জামিন শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ। মৌলবাদীদের রক্তচকখু উপেক্ষা করে আদালতে সওয়াল চিন্ময়কৃষ্ণের আইনজীবীর। ইসকন ভক্ত হওয়ার মাসুল! মৌলবাদীদের হাত থেকে প্রাণে বাঁচতে, অসুস্থ মা-বাবা ফেলে, সীমান্ত পেরিয়ে এদেশে পালিয়ে এল নাবালিকা। আটক করে হোমে পাঠাল পুলিশ। সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয়র বাড়ি আসার পথে বিএসএফের হাতে আটক কিশোরী। ভয়ঙ্কর অত্যাচার চলছে, বাঁচান, আর্তি আত্মীয়দের। বাংলাদেশকে হিনদুশূন্য করার পরিকল্পনা, দাবি কার্তিক মহারাজের। ওপার থেকে পালিয়ে আসা নাবালিকার পাশে দাঁড়ানোর আশ্বাস। ওপারে মৌলবাদীদের হামলা, প্রাণ বাঁচাতে এপারে আশ্রয়। জলপাইগুড়ির রাজগঞ্জে ধৃত হিনদু যুবক। বাংলাদেশে ভারত-বিদ্বেষ অব্যাহত। আগরতলা অভিযানে বিএনপি। ওপার থেকে ফের যুদ্ধ জিগির। বাংলাদেশে আক্রান্ত হিনদুরা, অবশেষে মানতে বাধ্য হল বাংলাদেশ। অক্টোবর পর্যন্ত ৮৮টি মামলায় ধৃত ৭০। জানালেন প্রেস সচিব। নভেম্বর-ডিসেম্বরে হিংসার তথ্য কোথায়?