Chak Bhanga Chata: রাজপুর সোনারপরে গুন্ডারাজ ! ফ্ল্যাটের গেট ভেঙে ঢুকে শুল্ক-আধিকারিককে মার
Chokh Bhanga Chota LIVE : রাজপুর-সোনারপুরে দুষ্কৃতী-রাজ! আক্রান্ত শুল্ক আধিকারিক। নিজের ফ্ল্যাটেই আক্রান্ত কেন্দ্রীয় আধিকারিক । মেরে ফাটিয়ে দেওয়া হল শুল্ক আধিকারিকের মাথা। অটো চালকের সঙ্গে বচসা, ফ্ল্যাটে হামলা । বৃহস্পতিবার রাতে আবাসনে ঢোকার সময় গাড়িতে অটোর ধাক্কা নিয়ে বচসা । বচসার পর দলবল নিয়ে আবাসনে চড়াও অটো চালক, অভিযোগ আক্রান্তের। 'প্রায় ২০০ জন আবাসন ঘিরে রেখেছিল'। 'বাকিরা গ্রিল কেটে, গেট ভেঙে আবাসনে ঢুকে পড়ে'। 'গেট ভেঙে ফ্ল্যাটে চড়াও ৫৩ জন, ব্যাপক ভাঙচুর চালায়' । ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী আক্রান্ত শুল্ক আধিকারিক প্রদীপ কুমার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আক্রান্ত কেন্দ্রীয় আধিকারিকের। 'প্রথমে পুলিশকে ফোন করলেও আসেনি' । 'জানানো হয় বিসর্জনের কাজে ব্যস্ত পুলিশকর্মীরা'। বিস্ফোরক অভিযোগ আক্রান্ত শুল্ক আধিকারিকের। পরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের । হামলার পর আতঙ্কে নিজের ফ্ল্যাট ছাড়লেন শুল্ক আধিকারিক।






























