TMC News : DVC-র জল ছাড়ার প্রতিবাদ পাঞ্চেৎ, মাইথন বাঁধ ঘেরাওয়ের ডাক তৃণমূলের। Chak Bhanga 6ta
ABP Ananda LIVE :বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি। সেই নিয়ে এবার নির্বাচন কমিশন তথা ভোটার তালিকার গৈরিকীকরণের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR শুরু হওয়ার আগেই বিজেপি নেতৃত্ব যেভাবে ১ কোটির বেশি নাম বাদ দেওয়ার হুঙ্কার দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, নির্বাচন কমিশন অফিসারদের ডেকে হুমকি দিচ্ছে বলেও দাবি করেছেন। SIR-এর আড়ালে রাজ্যে NRC হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা।
পশ্চিমবঙ্গে SIR-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে SIR শুরু হওয়ার আগেই বিজেপি-র নেতারা হুঙ্কার দিতে শুরু করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, SIR হলে ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যাবে এ রাজ্য থেকে। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে ১ কোটির বেশই নাম বাদ যাওয়া উচিত।






























