West Bengal : বাংলা-সহ ১২টি রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চলে শুরু SIR। Chak Bhanga 6ta
ABP Ananda LIVE : এবার শুরু হবে SIR-এর দ্বিতীয় পর্যায়। শীঘ্রই দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন দিল্লিতে এনিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আজ আমরা এখানে SIR-এর দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনার জন্য এসেছি। বিহারের ভোটারদের অভিবাদন জানাই। সেখানে SIR সফল করার জন্য সাড়ে ৭ কোটি মানুষ যোগ দিয়েছেন। সব রাজ্যের নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছে কমিশন।"
কাল থেকেই বাংলায় শুরু SIR। বাংলা-সহ ১২টি রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চলে শুরু SIR। 'বাংলা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান-নিকোবর, পুদুচেরি, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ুতে SIR'। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি অভিযোগ জমা দেওয়া যাবে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে এবার SIR, ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি। কেন্দ্রশাসিত অঞ্চলেও এবার SIR.






























