Chhok Bhanga 6 Ta: অসমে ফের জালে জঙ্গি। কোকড়াঝাড় থেকে গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের সদস্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: অসমে ফের জালে আনসারুল্লা বাংলার আরও জঙ্গি। গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি গাজি রহমান। অস্ত্র-বিস্ফোরক মজুতের মূল কারিগর গাজি রহমান: সূত্র। অসমের কোকড়াঝাড় থেকে গ্রেফতার জঙ্গি গাজি রহমান। এই নিয়ে অপারেশন প্রঘাতে মোট ১২ জন জঙ্গি গ্রেফতার। কেন সৌদি আরব গিয়েছিল আরেক ধৃত সাহিনুর ইসলাম? সম্ভবত সেখানেই বাংলাদেশি-পাকিস্তানিদের সঙ্গে যোগাযোগ, সন্দেহ গোয়েন্দাদের।
মুখ্যমন্ত্রী বললেন, 'সন্দেশখালির মা-বোনেদের অভিনন্দন। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের প্রণাম জানাই। আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন'। মেয়েদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মেয়েরা কেউ ডাকলেই চলে যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। আমি জানি, এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না। আমি চাই, সন্দেশখালির মেয়েরা, ছেলেরা ১ নম্বর স্থানে আসুক'। তিনি সকলকে আশ্বস্ত করে দিয়ে বললেন, 'আগামী দিনে আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পাচ্ছেন, যাঁরা এখনও পাননি, পাবেন, মনে রাখবেন, শুধু ষাট বছর পর্যন্ত নয়, যত দিন বেঁচে থাকবেন এই ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা-বোনেদের অধিকার, সম্মান'