Bangladesh:বাড়ছে ভারত বিদ্বেষ। যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার
ABP Ananda Live: বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ। এবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। প্রত্যেক পড়ুয়াকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে বলে হুঁশিয়ারি ।
খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। শুক্রবার সকালে টালিগঞ্জের গ্রাহামস্ রোডের উপরে ভয়াবহ দৃশ্য দেখলেন স্থানীয় বাসিন্দারা। একটি বহুতলের পিছনের ভ্যাটে পড়ে ছিল অজ্ঞাত পরিচয় যুবতীর কাটা মাথা। প্লাস্টিকে মোড়া সেই মাথা দেখতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ খবর পেয়ে এসে মাথা উদ্ধার করে। সূত্রের খবর, ক্ষত তাজা ছিল। ১২ ঘণ্টার মধ্যে সম্ভবত যুবতীতে খুন করা হয়। তাজা রক্তের দাগ রয়েছে।
শহরে এমন নৃশংস খুনের ঘটনা জানাজানি হতেই ছুটে আসে গল্ফগ্রিন থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররাও। রাস্তার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক নমূনা সংগ্রহ করেছে। পুলিশের অনুমান আততায়ী অন্য জায়গায় খুন করে কাটা মাথা এখানে ফেলে। দেহাংশ অন্য জায়গায় ফেলে।ঘটনাস্থলের সামনে মন্দির সেখানে ২ টি সিসিটিভি ক্যামেরা তার হার্ডডিক্স নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর থেকে বোঝা যাবে আততায়ী কোন দিকে গেছে।