Chhok Bhanga 6Ta:বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা।বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। সেই আবহেই বাংলাদেশে হামলার শিকার হলেন ত্রিপুরার খ্রিস্টান সম্প্রদায়। বড়দিনের আগের রাতে সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের কমপক্ষে ১৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বান্দরবানে লামা উপজেলায় সরই ইউনিয়নের তংঝিরি ত্রিপুরা পাড়ায় পর পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই এলাকায় কোনও গির্জা না থাকায় অন্য পাড়ায় বড়দিন উদযাপন করতে গিয়েছিলেন বাসিন্দারা। অগ্নিসংযোগের সময় বাড়িতে ছিলেন না। তাই প্রাণে বেঁচে গিয়েছেন। (Tripura Christians Attacked in Bangladesh) বাংলাদেশের সংবাদমাধ্যম 'দ্য ডেলি স্টার' বিষয়টি তুলে ধরেছে। বড়দিনে বেশ কয়েকটি পরিবার গৃহহীন এবং সর্বস্বান্ত হল বলে জানিয়েছে তারা। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক বছর ঘরছাড়া থাকার পর নতুন করে সংসার পেতেছিলেন। এই ঘটনার পর ফের শূন্য থেকে শুরু করতে হবে তাঁদের। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, ১৯টির মধ্যে ১৭টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে সবকিছু। কিছুইউ অবশিষ্ট নেই আর। (Bangladesh Situation)