Chhok Bhanga 6Ta: হাতে সংবিধান, পথে মমতা, সঙ্গে অভিষেক। পাল্টা মিছিল শুভেন্দুর
ABP Ananda LIVE: কলকাতায় পথে মমতা-অভিষেক, পানিহাটিতে মিছিল শুভেন্দুর। আজ SIR ইস্যুতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত মিছিল।
'বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়..', SIR বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন মমতা বলেন,' লুঠেরাদের সরকার, অনেক এজেন্সি লাগিয়েছে। ফেক নিউজ। আজ যা করছো, কাল তো ক্ষমতায় থাকবে না। এগুলো তোমাদের ব্যাক সাইডে আসবে। বাংলায় অনেক কথা আছে, যেগুলো বলা যায় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে। ৮০টি গাড়ি নিয়ে ঘোরে, সবজায়গায় বডিগার্ড, এত সব সাহস। একজন বাবু বলছেন, বাবুসোনা বলছি না তিনি এক জায়গায় যাবেন, যেন কোনও মানুষ না থাকে, সাহস থাকে তো যাও না, একা একা যাও।' পাশাপাশি তিনি আরও বলেন,' হঠাৎ করে নির্বাচন কমিশন ভোটের হার বাড়িয়ে দিল, মহারাষ্ট্রে কী করেছে, ওরা জানে ভোটে জিততে পারবে না, নোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না।'
All Shows






























