West bengal SIR : আজও দরজায় দরজায় BLO-রা। এনুমারেশন ফর্ম বিলি ঘিরে বিতর্ক। BLO-কে 'ম্যান মার্কিং' শাসকের? Chhok Bhanga 6ta
ABP Ananda Live: আজও দরজায় বিএলও। এনুমারেশন ফর্ম বিলি। সঙ্গে বিএলএ। কীভাবে ফর্ম পুরণ, ২০০২-এ নাম না থাকলে কী করণীয়, খুঁটিনাটি বোঝাচ্ছেন বিএলওরা।
আরও পড়ুন...
স্বর্ণ ব্য়বসায়ীর খুনের ঘটনায়, পরিবারের দায়ের করা অভিযোগে নাম জড়িয়েছে বিডিও প্রশান্ত বর্মণের
স্বর্ণ ব্য়বসায়ীর খুনের ঘটনায়, পরিবারের দায়ের করা অভিযোগে নাম জড়িয়েছে বিডিও প্রশান্ত বর্মণের। ব্য়বসায়ীকে অপহরণ করে নিউটাউনের যে জায়গায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ, সেখানকার ব্য়বসায়ীদের অনেকেই বিডিও-কে চেনেন বলে দাবি করেছেন। এনিয়ে বিডিও-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্য়াপেরও উত্তর দেননি।
দুই রাজ্যের দুই ভোট কেন্দ্রে ভোটার লিস্টে বিধায়কের নাম, যা নিয়ে রাজনৈতিক তরজা আসানসোলে
দুই রাজ্যের দুই ভোট কেন্দ্রে ভোটার লিস্টে বিধায়কের নাম । যা নিয়ে রাজনৈতিক তরজা আসানসোলে । অভিযোগ সিপিএম ও বিজেপি উভয়েই সমাজ মাধ্যমে পোষ্ট করে জানতে চেয়েছে যে জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংহের কয়টি ভোটার কার্ড রয়েছে । যদিও নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে নিজের দায়িত্ব সেরেছেন হরেরাম । অন্য দিকে বিরোধীরা সোচ্চার হয়েছেন হরেরামের এই কীর্তিতে । তাদের অভিযোগ পশ্চিম বর্ধমানের জামুড়িয়া ছাড়াও হরেরাম সিংহের নাম রয়েছে উত্তর প্রদেশের বালিয়ায় । যদিও দুই জায়গার এপিক কার্ড নাম্বার আলাদা ।






























