Chok Bhanga Chota: 'নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরেও হারাব', হুঙ্কার শুভেন্দুর | ABP Ananda Live
ABP Ananda LIVE: আবার একটা রক্তাক্ত নির্বাচন কি দেখতে চলেছে বাংলা? তার কারণ শুভেন্দু অধিকারীর আজকের মন্তব্য সেই হিংসার রাজনীতিতেই উস্কানি দিচ্ছে বলে অভিযোগ শাসক দলের। উল্টোদিকে SIR এর আবহে শাসক দলের তরফেও বিরাম নেই হুমকি হুঁশিয়ারির। কে নেই সেই তালিকায় মন্ত্রী বিধায়ক সাংসদ নেতা সবাই। এই আলোচনার আবার ফিরে আসবে সেই পুরনো উদ্বেগ, জীবনদায়ী ওষুধ কি আজ প্রাণঘাতী বিষ? গুণমান পরীক্ষায় আবার ফেল করেছে একগুচ্ছ ওষুধ
আরও খবর...
চড়ছে রাজ্য রাজনীতির পারদ। SIR ইস্যুতে শাসক ও বিরোধী একে অপরকে নিশানা করছে নিত্যদিন। রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে শাসকদলকে তুলোধনা করছেন বিরোধীরা। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা
ABP Ananda LIVE : দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নির্যাতিতার সহপাঠী গ্রেফতার । ধৃত আইকিউ সিটি মেডিক্যালের ছাত্র ওয়াসেফের ৭দিনের পুলিশ হেফাজত । দফায় দফায় জেরায় বয়ানে অসঙ্গতি, তারপরেই গ্রেফতার: পুলিশ সূত্র মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মেডিক্যালের ছাত্রই গ্রেফতার । অভিযুক্ত মেডিক্যাল ছাত্রের মেডিকো লিগাল টেস্ট করাতে চায় পুলিশ । ধৃত বাকি ৫জনের মতোই ২২ অক্টোবর পর্যন্ত হেফাজতে চায় পুলিশ । নির্যাতিতার গোপন বয়ানের পরেই হাতে আসে বেশ কিছু তথ্য: পুলিশ সূত্র । শুক্রবার রাতে নির্যাতিতার উপরে অত্যাচারে কার কী ভূমিকা? জানতে চায় পুলিশ, করা হবে TI প্যারেড, গেট প্যার্টান পরীক্ষা । 'প্রেস কনফারেন্স করলে বাবাা-মা করবে। পুলিশ এত প্রো আ্যাক্টিভ কেন? সাফ করার চেষ্টা', আক্রমণে শুভেন্দু আধিকারী।
দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসে নির্যাতনের শিকার। মেয়েকে আর বাংলায় রাখতে চান না বাবা।
।






























