Chokh Bhanga Chota : সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্যমৃত্যু, বাবা ও সৎ মাকে ঘিরে প্রতিবেশিদের বিক্ষোভ
Chokh Bhanga Chota: ভবানীপুরের ছাত্রী রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্ত সৎ মা আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের বোন ! ইতিমধ্যেই বিদ্যাসাগর কলোনির ঘটনায় উঠে এসেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। দিনের পর দিন মারধর করা হত, খেলতে যেতে দেওয়া হত না, রাতভর জাগিয়ে রেখে পড়াশোনা করানো হত, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেল্ট দিয়ে পেটানো হত নাতনিকে, অভিযোগ তুলেছেন ঠাকুমা। গুরুতর অভিযোগ তুলেছেন মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্রী সঞ্জনা সিংহের গৃহশিক্ষিকা।
মৃত ছাত্রীর গৃহশিক্ষিকা বলেছেন, রাত্রিবেলা দুটো তিনটে অবধি পড়াচ্ছে। পড়া না পারলে, দেওয়ালে মাথা ঠুকে দিচ্ছে। পরের দিন অঙ্ক পরীক্ষা , ইংরেজি পরীক্ষা। ১২ টা থেকে সকাল ৮ টা অবধি পড়াচ্ছে। ..রেজাল্ট খারাপ হয়েছে, ধরছে , টানছে, মারছে। আমি জানালা থেকে দেখেছি। স্যার মারছে। বাবা-মা মারছে। শারীরিক অত্যাচারটা হতো, পড়াশোনা নিয়ে। মানসিক অত্যাচার হত সব কিছু নিয়ে। ...বিচার চাই। কে মারল, কীভাবে ও মারা গেল, আমরা জানতে চাই।'






























