Kaustav Bagchi : 'শুভেন্দু অধিকারী আমার কাছে অচ্ছুৎ নন', কৌস্তভের মন্তব্যে জল্পনা । ABP Ananda Live
ABP Ananda
Updated at:
21 Sep 2023 08:17 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKaustav Bagchi : 'শুভেন্দু অধিকারী আমার কাছে অচ্ছুৎ নন', প্রতিক্রিয়া কংগ্রেস নেত কৌস্তভ বাগচীর। 'বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার কোনও জায়গা নেই। বিজেপিতে থেকে শুভেন্দু অধিকারী সবটা করতে পারছেন না, এর জন্য একটি বিকল্প রাজনীতি প্রয়োজন। আমাদের সময় একজন বিরোধী দলনেতা ছিলেন, মানুষ জানতই না। এখন বিরোধী দলনেতা কে মানুষ জানে, বিরোধী দলনেতার পারফরমেন্সকে ছোট করে দেখা যাবে না। তৃণমূলকে উৎখাত করার জন্য আমার কাছে শুভেন্দু অচ্ছুত নন। বিজেপির সঙ্গে মতান্তর থাকতেই পারে, কিন্তু শুভেন্দু অচ্ছুৎ নন', প্রতিক্রিয়া কৌস্তভ বাগচীর। 'ধৈর্য ধরুন, ইন্টারেস্টিং পরিস্থিতির দিকে এগোচ্ছে রাজনীতি'