Kolkata News: বাসের রেষারেষির বলি খুদে পড়ুয়া, প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ-ভাঙচুর
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: বেহালা, বাঁশদ্রোণীর পর সল্টলেক। ফের বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া। সল্টলেক ২ নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। স্কুল থেকে ফেরার সময় বাসের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার। দেহ নিয়ে পথ অবরোধ উত্তেজিত জনতার, বাস ভাঙচুর।
গত সপ্তাহে প্রথম দিন প্রিজন ভ্যান থেকে সে চিৎকার করে বলেছিল, ধর্ষণ-খুন করেনি। আর বিচার পর্বের প্রথম দিন আবারও বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রায়ের গলায়। আদালত থেকে বেরনোর সময় ফের .গলা চড়ায় সঞ্জয়। বলে , ' আমি নাম বলে দিচ্ছি।' কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম করে সঞ্জয় বলে, তিনি তাকে ফাঁসিয়েছেন। ' যিনি আছেন ডিসি স্পেশাল ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ওনারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে হুমকি দিয়েছে। ' আর এরপরেই আরও কড়া ঘেরাটোপে সঞ্জয় রায়কে নিয়ে আসা হল আদালত চত্বরে।
১১ নভেম্বর, সোমবার থেকে রোজ বিচারপর্ব চলবে আরজি কর মামলার। খুন - ধর্ষণ কাণ্ডে গত সপ্তাহেই চার্জ গঠন হয় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। তারপর ১১ তারিখ থেকে একমাত্র ছুটির দিন ছাড়া রোজই শুনানি হবে এই মামলার। আদালতে রুদ্ধদ্বার শুনানি হচ্ছে। প্রথমদিন সাক্ষ্য দেন নির্যাতিতার বাবা। এদিনই ফের আদালত থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ দাবি করে সঞ্জয়। ষড়যন্ত্রের অভিযোগ করে বিনীত গোয়েলের বিরুদ্ধে।
এদিনের ঘটনার পর আরও কড়া বেষ্টনীর মধ্যে সঞ্জয়কে আনা হল আদালতে। এবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আনা হল ৫ গাড়ির কনভয়ে। মঙ্গলবার সঞ্জয়কে আর প্রিজন ভ্যানে নয়, এসটিএফের কালো কাচ দেওয়া গাড়িতে চড়িয়ে আনা হল কোর্টে, যাতে আর সর্বসমক্ষে মুখ না খুলতে পারে সে।