Chak Bhanga 6ta: রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার, উপদেষ্টা পদে মনোজ মালব্য
ABP Ananda
Updated at:
28 Dec 2023 12:35 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর আজই মেয়াদ শেষ। মনোজ মালব্যর মেয়াদ শেষের পর ডিজি রাজীব কুমার। বর্তমানে তথ্য-প্রযুক্তি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমার। ৩ বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা পদে মনোজ মালব্যকে নিয়োগ ।