Post Poll Violence: ভোট-পরবর্তী সন্ত্রাসে ছেলে 'ঘরছাড়া', বাবাকে পিটিয়ে খুন? | ডেবরার BJP কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোট মিটেছে, নতুন সরকার গঠিত হয়েছে, আগামী সপ্তাহে ১৮ তম লোকসভার অধিবেশন শুরু হতে চলেছ। কিন্তু বাংলা আছে বাংলাতেই, সেই হিংসা, মারামারি, খুনের অভিযোগ, রক্তপাত। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে মেরে ফেলার বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। আবার অন্যদিকে ডেবরায় জেল হেফাজতে বিজেপি কর্মীর মৃত্যুর সিবিআই চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল মৃতের পরিবার। আবার অন্যদিকে ছেলেধরা গুজবে এক মহিলা সহ তিনজনকে গণপিটুনির মতো ঘটনা ঘটল বারাসাতে।
ভোট-পরবর্তী সন্ত্রাসে ছেলে 'ঘরছাড়া', বাবাকে পিটিয়ে খুন? ভূপতিনগরে বিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ শুভেন্দুর। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি ঘিরে হামলার অভিযোগ। 'বিজেপি কর্মীর বাবার স্বাভাবিক মৃত্যু, তৃণমূলকে বদনাম করার চেষ্টা', বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। 'এখনও অভিযোগ আসেনি, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে' বিজেপি কর্মীর বাবা গৌরহরি মাইতির মৃত্যু নিয়ে দাবি পুলিশের, খবর সূত্রের।
ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের। জেলের সঙ্গে থানার সব সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে দেওয়ার নির্দেশ। 'অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করতে হবে', সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে, নির্দেশ আদালতের। বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি।