RG Kar News:শর্ত মেনে আলোচনা হলে প্রস্তুতIসরকারের সাংবাদিক বৈঠকের পরে স্পষ্টবার্তা জুনিয়র ডাক্তারদের
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: আলোচনা চেয়ে সরকারের বার্তা, পাল্টা শর্ত জুনিয়র ডাক্তারদের । মুখ্যসচিবের চিঠির পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের । বৈঠকে যেতে রাজ্য সরকারকে ৪ শর্ত জুনিয়র ডাক্তারদের। শর্ত ১: নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে । শর্ত ২: পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। শর্ত ৩: শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। শর্ত ৪: পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।
'সাধারণ মানুষ কাছে-দূরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার, জল প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষদের জন্য কিছু করা হয়ত তাঁর সামর্থ কম কিন্ত তাঁরা ইচ্ছেটি প্রবল। একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীদের হাওয়া করছেন যাতে কারুর গরম না লাগে। তিনিও কিন্তু এই আন্দলনের একজন আন্দোলনকারী। এইটার পিছনে মনে হয় না কোনও রাজনীতি আছে। প্রত্যেক মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেক মানুষের একটি নিজস্ব নিজস্ব রাজনীতি আছে কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই, কোনও রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলন', মন্তব্য জুনিয়র চিকিৎসকের।