Suvendu Adhikari: 'শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা', মন্তব্য BJP সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকির | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল শুভেন্দুর, আঁচ এবার দিল্লিতে। সুকান্ত-শমীকের পর এবার বিরোধিতায় সংখ্যালঘু মোর্চার সভাপতির। 'বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী। বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা', রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতির। 'শুভেন্দু যা বলেছেন, তা হয়ত তাঁর ব্যক্তিগত মন্তব্য। বিজেপির সংখ্যালঘু মোর্চাকে কেউ শেষ করতে পারবে না', মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকির।
আগামীদিনে সংখ্য়ালঘুদের বাদ দিয়েই কি এগোনোর কথা ভাবছেন তিনি? বাংলায় 'হিন্দুত্বের হার্ড লাইন' নিতে চাইছেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্নে যখন রাজ্য বিজেপির মধ্যেই ফাটল চওড়া হচ্ছে, তখন শুভেন্দু অধিকারীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি। শুক্রবার, জামাল সিদ্দিকি এক্স হ্যান্ডেলে লেখেন, ''সবকা সাথ, সবকা বিকাশ' বিজেপির আত্মা।'