Reporter Stories: উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, পিছিয়ে গেল কোচবিহারের রাসমেলা, তৃণমূল-বিজেপি চাপানউতোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2019 03:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এবার রাসমেলার উদ্বোধনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি চাপানউতোর। ১৩ নভেম্বর ২ দিনের কর্মসূচিতে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল সূত্রে খবর, ওইদিনই রাসমেলার উদ্বোধন করবেন তিনি। পরের দিন দলীয় কর্মিসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা। এনিয়ে তৎপরতা শুরু হয়েছে। আজ রাসমেলার মাঠ পরিদর্শন করেন মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন ও কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়। রাসমেলা শুরু হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু মুখ্যমন্ত্রীকে দিয়ে মেলা উদ্বোধনের পরিকল্পনা করে কোচবিহার পুরসভা। তাই মেলা উদ্বোধনের দিন পিছিয়ে দেওয়া হয় বলে জানান তৃণমূল পুরপ্রধান ভূষণ সিংহ। এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। দিন পিছনো নিয়ে কটাক্ষ বিজেপির। দলের রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠু দাসের দাবি, এই ঘটনা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত।