কালনায় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার অভিযোগ, ক্ষিপ্ত জনতার সঙ্গে ধস্তাধস্তি, পানাপুকুরে পড়লেন বুলবুলি ফাঁড়ির ওসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2019 05:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মোটরবাইক চালককে ধাওয়া করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। উল্টোদিক থেকে আসা বাইকটিকে বাঁচাতে যাওয়ায় পূর্ব বর্ধমানের কালনায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। তলায় চাপা পড়ে মৃত্যু আরেকটি বাইকের দুই আরোহীর। গুরুতর আহত ১৫ জন বাসযাত্রী। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি উত্তেজিত জনতার। ধাক্কাধাক্কির সময় পানাপুকুরে পড়ে যান বুলবুলি ফাঁড়ির ওসি। বেলা ১২টা নাগাদ কালনার কেষ্টপুরের কাছে কালনা-বর্ধমান রোডে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি মোটরবাইকে ধাওয়া করে পুলিশ। দ্রুত গতিতে পালানোর সময়, উল্টোদিক থেকে আসা গুসকরা-কালনাগামী বাসটির সামনে পড়ে বাইকটি। বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরেকটি বাইকের দুই আরোহীর। নদিয়ার শান্তিপুর থেকে কালনা যাচ্ছিলেন ওই বাইক আরোহীরা। ১৫ বাসযাত্রীও গুরুতর আহত। তাঁদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।