'দুর্নীতি' দাগ মুছতে কড়া শাসকদল, নন্দীগ্রামে সাসপেন্ড ২৫ তৃণমূল নেতা-কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2020 05:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ত্রাণ 'দুর্নীতি'-তে করা পদক্ষেপ, নন্দীগ্রামে সাসপেন্ড ২৫ তৃণমূল নেতা-কর্মী| এর আগে দুর্নীতির অভিযোগে দলের প্রধানসহ ২০০ জনকে শোকজ করে তৃণমূল| আজকে সেই শোকজের জবাব দেওয়ার শেষ দিন ছিল| তারপরেই ব্লক স্তরে কোর কমিটির বৈঠকে সাসপেন্ড করার সিদ্ধান্ত হয় নেওয়া হয়| ব্লক নেতৃত্বের দাবি ৮৭ জন ক্ষতিপূরণের টাকা ফেরত দিয়েছেন|