মুখ্যসচিবকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ কেন্দ্রের, ক্ষুব্ধ নবান্ন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ দিয়ে চিঠি। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল কেন্দ্র। মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র। ৩১ মে সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাবিনেটে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশ কেন্দ্রের। সম্প্রতি রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশন চেয়েছিল। ৩১ মে আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্র। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “নির্বাচনে হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।”
আজ ইয়াসে (Yaas) ক্ষতিগ্রস্ত ৩ জেলায় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘায় (Digha) ইয়াস পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিপর্যস্ত মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া এবং বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলবে। মানুষের মনে যেন ক্ষোভ না থাকে, সবাই যেন ত্রাণ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ৩ জুন থেকে ১৮ই জুন দুয়ারে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আবেদন করতে হবে। এরপর আবেদনগুলির ভিত্তিতে সার্ভে করা হবে। তারপর ত্রাণ পাঠানো হবে বাড়িতে। এমনভাবে সার্ভে করতে হবে, যাতে সরকারি টাকার অপব্যবহার না হয়।’