Durga Puja 2021: একাদশীর দিনেও মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়, বাবুঘাটে আজও চলছে নিরঞ্জন | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2021 11:36 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদশমীর পর একাদশীতেও প্রতিমা নিরঞ্জন। গতকাল যুদ্ধকালীন তৎপরতায় ঘাট সাফাইয়ে নামেন কলকাতা পুরসভার কর্মীরা। ঘাট থেকে সরিয়ে ফেলা হয় প্রতিমার কাঠামো। আজকেও বিভিন্ন জায়গায় প্রতিমা নিরঞ্জন চলছে। পুজো মেনে দেবী দুর্গার আরাধনা শেষ হয়ে গেলেও এখনও মানুষজন উৎসবে মেতে আছেন। অনেক মণ্ডপেই দর্শনার্থীরা ভিড় করছেন। চেতলা অগ্রণীতে রয়েছে দর্শনার্থীদের ভিড়। গতকাল আনুষ্ঠানিকভাবে এখানে ঘট বিসর্জন হয়ে গিয়েছে। কিন্তু কাল মাকে বরণ করে সিঁদুর খেলা হবে। তারপর হবে বিসর্জন। অন্য়দিকে, সুরুচি সঙ্ঘেও চলছে ঠাকুর দেখা। এবারের থিম 'আবদার'। ঘাটে ঘাটে আজও চলছে প্রতিমা নিরঞ্জন।