এক ডজন গল্প: অস্ত্র, গুলি-সহ সল্টলেক স্টেডিয়ামের কাছ থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী বাবু মাস্টার | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধাননগর ভোটের (Bidhannagar MC Election) আগে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী বাবু মাস্টার। অস্ত্র, গুলি-সহ সল্টলেক স্টেডিয়ামের ১ নং গেটের কাছে পাকড়াও করা হয় তাকে। সূত্র মারফত জানা যাচ্ছে, 'স্টেডিয়ামের কাছে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। জেরা করে হাসনাবাদের কুখ্যাত দুষ্কৃতী বাবু মাস্টারকে গ্রেফতার করা হয়'।
অন্যদিকে, জেএমবিকাণ্ডে (JMB) কলকাতা নগরদায়রা আদালতে আজ চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃত ৫ সন্দেহভাজন জঙ্গির বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ধৃতদের এদেশে নাশকতার ছক ছিল বলেও উল্লেখ করা হয়েছে ৬০ পাতার চার্জশিটে।
কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলাজুড়েও লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। প্রশাসন সূত্রে খবর, জেলার গোবরডাঙা, পানিহাটি পুর এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে মধ্যমগ্রামে বন্ধ করা হল বইমেলা।
বানতলায় বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) দুর্ঘটনা। লরির সঙ্গে গাড়ির সংঘর্ষের ঘটনা। আহত পাঁচ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
পাশাপাশি, ফের ফুল ব্যবসায়ীদের রেল অবরোধ। এবার পূর্ব মেদিনীপুরের মেছেদায়। বিশেষ পণ্যবাহী ট্রেন বাতিল করে দেওয়ার অভিযোগে মেছেদায় ফুল ব্যবসায়ীদের রেল অবরোধ। এখনও পর্যন্ত ঘটনা প্রসঙ্গে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।