এক ডজন গল্প: Dilip-র মুখে ফের রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ, 'ক্ষমতা থাকলে করে দেখাক', পাল্টা তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2020 12:42 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এক ডজন গল্প: Dilip Ghosh-র মুখে ফের রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ। শুক্রবার রাজ্য BJP-র সভাপতি বলেন, 'রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেকেই রাষ্ট্রপতি শাসন চাইছেন।' পরে অবশ্য তিনি বলেন, 'আমরা নীতিগত ভাবে কোনও নির্বাচিত সরকারকে ফেলার পক্ষপাতী নয়।' ক্ষমতা থাকলে করে দেখাক। পাল্টা চ্যালেঞ্জ TMC-র। Hooghly-র বলাগড়ের অনুষ্ঠানমঞ্চ থেকে TMC MP কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জবাব Subhendu Adhikari-র। নাম না করে নিশানা পরিবহণমন্ত্রীর। জবাবে পাল্টা পরিবারতন্ত্রের খোঁচা Kalyan-র। ব্যক্তিগত আক্রমণ কাম্য নয়। প্রতিক্রিয়া জেলা তৃণমূলের মুখপাত্র প্রবীর ঘোষালের। আদালতের নির্দেশ সঙ্গে পুলিশের কড়াকড়ি। Chhath Puja-র নামে Rabindra Sarovar ও Subhash Sarovar-এ আগের বারের দৌরাত্ম্য দেখা গেল না। দূষণের হাত থেকে রক্ষা পেল কলকাতার দুই ফুসফুস।