এক ডজন গল্প: একিদনে TMC-র জোড়া ধাক্কা, মন্ত্রিত্ব ছাড়লেন Suvendu, বিজেপিতে যোগ মিহিরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2020 11:57 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পরিবহণ এবং সেচমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন পদত্যাগের কথা। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। শুভেন্দুর পদত্যাগের পর কালীঘাটে বৈঠকে বসে TMC-র শীর্ষ নেতৃত্ব। HRBC-র পদ ছেড়েছিলেন বৃহস্পতিবার। আর আজ রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন Suvendu Adhikari। কংগ্রেস থেকে রাজনৈতিক উত্থান তাঁর। আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরুর দিনের সৈনিক শুভেন্দু। এক নজরে তাঁর রাজনৈতিক কেরিয়ার। একইদিনে TMC-র জোড়া ধাক্কা। মন্ত্রিত্ত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী, BJP-তে যোগ দিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। আর এই পরিস্থিতিতে কি টিম পিকে-র ওপর চাপ বাড়তে চলেছে। দেশের GDP-র হার সঙ্কুচিত হয়ে জুলাই-সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে হল ৭.৫%। আজ কেন্দ্রীয় সরকারের তরফে GDP-র এই নতুন হার জানানো হয়েছে। আর এই নিয়ে পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপি-র সঙ্কোচন হল। অর্থনীতিবিদদের মতে পরপর দুটি ত্রৈমাসিকে জিডিপি-র সঙ্কোচন হলে তাকে 'আপাত মন্দা' বলা যায়। সেই অর্থে ভারতীয় অর্থনীতি মোদি সরকারের আমলে প্রথমবার মন্দার কবলে পড়ল।