এক ডজন গল্প: এবার ভয়ঙ্কর খেলা হবে, মন্তব্য অনুব্রতর, খেলবে বিজেপি, বাকিরা দেখবে, পাল্টা দিলীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 11:43 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এবার ভয়ঙ্কর খেলা হবে। খেলা হলে লাগবে। হাসপাতালেও যেতে হবে। মন্তব্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। খেলবে বিজেপি। বাকিরা দেখবে। পাল্টা দিলীপ ঘোষ।
ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে হারিয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার এরাজ্যের বিধানসভা ভোটেও প্রার্থী দিচ্ছে তারা। তবে বৃহস্পতিবার ঝাড়গ্রামে সভা করে JMM বুঝিয়ে দিয়েছে, এখানে তাদের লড়াই তৃণমূল-বিজেপি দু’দলের বিরুদ্ধেই। অন্যদিকে, JMM-এর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের আগে হিন্দিভাষীদের আস্থা অর্জনের চেষ্টা তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূল ভবনে হিন্দিভাষী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বাঙালি-অবাঙালি বিভাজনের অভিযোগও তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে UAPA-তে মামরা রুজু করল দিল্লি পুলিশ। পাশাপাশি, ২০ জন কৃষক নেতাকেও নোটিস পাঠানো হয়েছে। গাজিপুর সীমানা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। যদিও, পুরনো অবস্থানেই অনড় রয়েছেন বিক্ষোভকারী কৃষকরা।
‘আমি গণতন্ত্রের পক্ষে। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছি।’ ট্যুইট রাহুল গাঁধীর।
‘কৃষকদের আন্দোলন শেষ করতে গতকাল রাতে লাঠিচার্জ। আজ গাজিপুর, সিঙ্ঘুতে কৃষকদের হুমকি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্র-বিরোধী। কৃষক আন্দোলনের পাশে আছে কংগ্রেস। কৃষকদের পাশে যাঁরা নেই, তাঁরা দেশদ্রোহী।’ ট্যুইট প্রিয়ঙ্কা গাঁধীর।
নাবালক-নাবালিকার হাত ধরা বা তার সামনে প্যান্টের চেন খোলার ঘটনা, যৌন হেনস্থা বলার পক্ষে যথেষ্ট প্রমাণ নয়, জানাল বম্বে হাইকোর্ট। আদালতের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা আজ বলেন, হাত ধরলে বা অভিযুক্ত প্যান্টের চেন খুললে The Protection of Children from Sexual Offences বা POCSO আইনে যৌন হেনস্থা বলা যাবে না। এর আগে গত উনিশে জানুয়ারি বিচারপতি তাঁর রায়ে বলেন, নাবালক-নাবালিকাদের ক্ষেত্রে পোশাক খুলে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে তাদের স্পর্শ না করা হলে, তা যৌন নির্যাতন নয়। ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শ না হলে, পকসো আইন মোতাবেক তা যৌন নির্যাতন বলা যাবে না। বুধবার সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর এদিন এই রায় দেয় বম্বে হাইকোর্ট।
ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে হারিয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার এরাজ্যের বিধানসভা ভোটেও প্রার্থী দিচ্ছে তারা। তবে বৃহস্পতিবার ঝাড়গ্রামে সভা করে JMM বুঝিয়ে দিয়েছে, এখানে তাদের লড়াই তৃণমূল-বিজেপি দু’দলের বিরুদ্ধেই। অন্যদিকে, JMM-এর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের আগে হিন্দিভাষীদের আস্থা অর্জনের চেষ্টা তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূল ভবনে হিন্দিভাষী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে বাঙালি-অবাঙালি বিভাজনের অভিযোগও তোলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে UAPA-তে মামরা রুজু করল দিল্লি পুলিশ। পাশাপাশি, ২০ জন কৃষক নেতাকেও নোটিস পাঠানো হয়েছে। গাজিপুর সীমানা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। যদিও, পুরনো অবস্থানেই অনড় রয়েছেন বিক্ষোভকারী কৃষকরা।
‘আমি গণতন্ত্রের পক্ষে। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছি।’ ট্যুইট রাহুল গাঁধীর।
‘কৃষকদের আন্দোলন শেষ করতে গতকাল রাতে লাঠিচার্জ। আজ গাজিপুর, সিঙ্ঘুতে কৃষকদের হুমকি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্র-বিরোধী। কৃষক আন্দোলনের পাশে আছে কংগ্রেস। কৃষকদের পাশে যাঁরা নেই, তাঁরা দেশদ্রোহী।’ ট্যুইট প্রিয়ঙ্কা গাঁধীর।
নাবালক-নাবালিকার হাত ধরা বা তার সামনে প্যান্টের চেন খোলার ঘটনা, যৌন হেনস্থা বলার পক্ষে যথেষ্ট প্রমাণ নয়, জানাল বম্বে হাইকোর্ট। আদালতের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা আজ বলেন, হাত ধরলে বা অভিযুক্ত প্যান্টের চেন খুললে The Protection of Children from Sexual Offences বা POCSO আইনে যৌন হেনস্থা বলা যাবে না। এর আগে গত উনিশে জানুয়ারি বিচারপতি তাঁর রায়ে বলেন, নাবালক-নাবালিকাদের ক্ষেত্রে পোশাক খুলে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে তাদের স্পর্শ না করা হলে, তা যৌন নির্যাতন নয়। ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শ না হলে, পকসো আইন মোতাবেক তা যৌন নির্যাতন বলা যাবে না। বুধবার সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর এদিন এই রায় দেয় বম্বে হাইকোর্ট।