Ek Dozen Golpo: প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকেই অশান্ত শ্রীলঙ্কা, দফায় দফায় হিংসায় মৃত্যু ৫ জনের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরও অশান্ত শ্রীলঙ্কা, কুরুনেগালায় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন । দফায় দফায় হিংসায় শাসকদলের সাংসদ-সহ ৫জনের মৃত্যু। উত্তর-পশ্চিম শ্রীলঙ্কার কুরুনেগালায় মহিন্দা রাজাপক্ষের বাসভবনে আগুন। প্রধানমন্ত্রীর ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক মন্ত্রীর বাড়িতেও হামলা। সাংসদ সনৎ নিশান্তের বাড়িতে আগুন, প্রাক্তন মন্ত্রী রমেশ পতিরানার ঘরে আগুন। কলম্বোয় ১জন আন্দোলনকারীকে লক্ষ্য করে গুলি, মৃত ১। আন্দোলনকারীরা ঘিরে ফেললে গুলি করে আত্মঘাতী সাংসদ অমরকীর্তি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের সামনে সংঘর্ষ। কলম্বোয় মোতায়েন সেনা, শ্রীলঙ্কায় জারি কার্ফু।
বুলডোজার নামানোয় দিল্লির শাহিনবাগে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রতিবাদ জানাতে রাস্তায় বসলেন স্থানীয় বাসিন্দারা। বুলডোজার ঢুকতেই অগ্নিগর্ভ পরিস্থিতি। বুলডোজার ঢোকার বিরোধিতায় পথে আম আদমি পার্টি, কংগ্রেস। শাহিনবাগে উচ্ছেদ নিয়ে নিয়ে বামেদের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ফের আইসিকে জিজ্ঞাসাবাদ। ঝালদা ফরেস্ট গেস্ট হাউসে ২ দফায় সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সকাল ১১টা পরে বিকেল ৪টায় ফের ঝালদা থানার আইসিকে তলব। দ্বিতীয় দফায় প্রায় ৪ ঘণ্টা ধরে ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ।