Ek Dozen Golpo: সিন্ডিকেটের দখলদারি নিয়ে ফের সংঘর্ষ কলকাতার বুকে, উঠছে জুয়া-সাট্টার অভিযোগও। Bangla News
abp ananda
Updated at:
22 Jan 2022 12:26 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে আজও থমথমে প্রিন্স আনোয়ার শাহ রোড। সিন্ডিকেটের দখলদারি ও জুয়া সাট্টার জেরে সংঘর্ষ বাধে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। গ্রেফতার হয়েছে ৬ জন।
ভর সন্ধায় বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির অভিযোগ। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গয়না ও মূল্যবান সামগ্রী লুঠের অভিযোগ। লুঠে বাধা দেওয়ার আগ্নেয়াস্ত্র বাট দিয়ে আঘাত।