Ek Dozen Golpo: তপন কান্দু খুনের তদন্তে নেপাল মাহাতকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনে এবার নেপাল মাহাতোকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতিকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। অস্থায়ী ক্যাম্পে করা হল বয়ান রেকর্ড। গত ১৩ মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।
মুদিয়ালিতে PSC অফিসের সামনে খাদ্য দফতরের ফুট সাব ইনস্পেকটর পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা। চাকরিপ্রার্থীদের দাবি, এর আগে আইনি জটিলতায় চাকরিপ্রার্থীদের নিয়োগ স্থগিত হয়ে গিয়েছিল। তারপর জটিলতা কাটলেও নিয়োগ হয়নি বলে অভিযোগ। অবিলম্বে নিয়োগ শুরুর দাবি বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ।
জুট মিলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি অর্জুনের।মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের। পাটের ক্রয় মূল্যের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবিতে চিঠি অর্জুন সিংহের। বাংলা-বিহার-ওড়িশা-অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি অর্জুনের। ৪ মে জুট কমিশনারের অফিসের সামনে অবস্থান তৃণমূলের। পাট শিল্পের স্বার্থে ডাকলে তৃণমূলের আন্দোলনেও যাব, ফের বললেন অর্জুন।