Agnimitra Paul: যা হচ্ছে, তাই বলেছে, এত হইচই করার কিছু নেই, অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2020 11:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ধর্ষণ নিয়ে বেলাগাম বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ‘দিদিমণি বলে দিয়েছেন, শরীর গরম হলেই ধর্ষণ কর। চাকরি দিতে পারিনি, তাই মনোরঞ্জনের জন্য ধর্ষণ কর। বলে দিয়েছেন, তোরা ধর্ষণ কর, আমি ক্ষতিপূরণ দেব।’ তমলুকের সভা থেকে বেলাগাম অগ্নিমিত্রা।
উত্তরপ্রদেশে ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়। বাংলা উত্তরপ্রদেশ নয়। মানুষের সেবায় নিয়োজিত তৃণমূল কংগ্রেস। পাল্টা ফিরহাদ হাকিম।
যা হচ্ছে, তাই বলেছে, এত হইচই করার কিছু নেই। অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।
শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে কি তৃণমূলে ভাঙন ধরাতে চলেছে বিজেপি? জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান তাদের দলে আসতে চলেছেন বলে দাবি বিজেপির। যদিও এই দাবিতে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।
এবার ট্যুইটারে পরস্পরকে পারিবারিক আক্রমণ তৃণমূল-বিজেপির। ‘পিসি’ বাংলার মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছে। ৯ বছরে আয় বেড়েছে একটি পরিবারের। মন্তব্য অমিত মালব্যর। জয় শাহ-র সংস্থার ১৫ হাজার শতাংশ আয় বেড়েছে। পাল্টা ট্যুইট নুসরতের।
দেশের নিরাপত্তা ও অখণ্ডতা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় আরও ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র। বেশিরভাগই জনপ্রিয় চিনা ডেটিং অ্যাপ। সার্বভৌমত্ব নষ্টের আশঙ্কায় তথ্য-প্রযুক্তি আইন প্রয়োগ বলে জানাল তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
উত্তরপ্রদেশে ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়। বাংলা উত্তরপ্রদেশ নয়। মানুষের সেবায় নিয়োজিত তৃণমূল কংগ্রেস। পাল্টা ফিরহাদ হাকিম।
যা হচ্ছে, তাই বলেছে, এত হইচই করার কিছু নেই। অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।
শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে কি তৃণমূলে ভাঙন ধরাতে চলেছে বিজেপি? জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান তাদের দলে আসতে চলেছেন বলে দাবি বিজেপির। যদিও এই দাবিতে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।
এবার ট্যুইটারে পরস্পরকে পারিবারিক আক্রমণ তৃণমূল-বিজেপির। ‘পিসি’ বাংলার মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছে। ৯ বছরে আয় বেড়েছে একটি পরিবারের। মন্তব্য অমিত মালব্যর। জয় শাহ-র সংস্থার ১৫ হাজার শতাংশ আয় বেড়েছে। পাল্টা ট্যুইট নুসরতের।
দেশের নিরাপত্তা ও অখণ্ডতা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় আরও ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র। বেশিরভাগই জনপ্রিয় চিনা ডেটিং অ্যাপ। সার্বভৌমত্ব নষ্টের আশঙ্কায় তথ্য-প্রযুক্তি আইন প্রয়োগ বলে জানাল তথ্যপ্রযুক্তি মন্ত্রক।