TMC vs BJP: এক ডজন গল্প : আগরতলায় তৃণমূল নেতার মৃতদেহ নিয়ে ফিরলেন ব্রাত্য বসু, শান্তনু সেন | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘টেক ফগ’ অ্যাপে সোশাল মিডিয়ার (Social Media) তথ্য চুরির অভিযোগ। সংসদের (Parliament) স্বরাষ্ট্রমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে চিঠি ডেরেকের। টেক ফগ ব্যবহার করে ট্যুইটারের ‘ট্রেন্ডিং’ হ্যাকের অভিযোগ। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও (WhatsApp) হ্যাকিংয়ের (Hack) অভিযোগ। ‘জাতীয় স্বার্থে বিপজ্জনক, মৌলিক অধিকারে হস্তক্ষেপ’, স্ট্যান্ডিং কমিটিকে চিঠি লিখে অভিযোগ ডেরেকের। টেক ফগ অ্যাপ নিয়ে আলোচনার কমিটির কাছে চিঠি।
আগরতলা (Agartala) তৃণমূল (TMC) নেতার মৃতদেহ নিয়ে ফিরলেন ব্রাত্য বসু, শান্তনু সেন। বিজেপি কীভাবে ভয় পাচ্ছে তৃণমূলকে, তারই প্রমাণ এই মৃত্যু, অভিযোগ তৃণমূলের। ২৮ অগাস্ট আক্রান্ত হন মুজিবর ইসলাম। গতকাল এসএসকেএমে মৃত্যু হয় তৃণমূল নেতার।
শিলিগুড়ি ১৮ নম্বর ওয়ার্ডে কাটল তৃণমূলের নির্দল কাঁটা। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিখিল সাহানি। অন্যদিকে, আসানসোলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিন কংগ্রেস প্রার্থী। হুমকি মুখে মনোনয়ন প্রত্যাহার বলে অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ৫টি পুরসভায় নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের জন্য খোলা হল ড্রপ বক্স। উদ্যোগ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের। বুধবার থেকে সাতদিন ড্রপ বক্স খোলা থাকবে। তৃণমূলের এই উদ্যোগ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
KMDA-র জল প্রকল্পের পাইপলাইনে ভালভ ফেটে বিপত্তি। বরানগর, কামারহাটি পুরসভায় গতকাল দুপুর থেকে পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটে। অবশেষে আজ প্রায় ২৭ ঘণ্টা পর জল সরবরাহ শুরু হয়।