Ek Dozen Golpo:দুর্নীতি রোধে শিক্ষক নিয়োগ বিধিতে বদল, পরীক্ষা হবে ওএমআর শিটে।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্নীতি রোধে শিক্ষক নিয়োগ বিধিতে বদল আনছে এসএসসি। ‘শিক্ষক নিয়োগে এ বার পরীক্ষা শুধু ওএমআর শিটে। শিক্ষক নিয়োগে ফিরিয়ে আনা হবে ইন্টারভিউ’। কমিশনের প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে, খবর সূত্রের। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগের ভাবনা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিধি বদলের তোড়জোড়।
কলকাতায় হাজারের গণ্ডি পার করল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ৪৪৫ টাকা ৫০ পয়সা। পাঁচ রাজ্যে ভোট মিটতেই লাগাতার বেশ কিছুদিন দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। হালে কিছু দিন জ্বালানির দর এক জায়গায় থমকে ছিল। এরই মধ্যে হাজার পার করল রান্নার গ্যাসের দাম। ফলে সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান।
'কমান্ড হাসপাতালে কী করে বলবে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে 'খুন'। কম্যান্ড হাসপাতাল তো কেন্দ্র সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর সেখানে কাজ করা ব্যক্তি কীভাবে বিপক্ষে লিখবে? লিখলে তার চাকরিটা আদৌ থাকবে? কী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে খুন বলে যেতে পারেন? মহামান্য আদালত দৃষ্টি আকর্ষণ করুন।' প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।