Ek Dozen Golpo: ফলক ভেঙে দেওয়ার প্রতিবাদে সিঙ্গুরে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরুপাচারকাণ্ডে কাল সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারেন অনুব্রত মণ্ডল। বীরভূম থেকে কলকাতায় এলেন তিনি। কাল সকাল ১১টায় নিজাম প্যালেসে আসতে পারেন।
এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে ৪বার হাজিরা দেননি অনুব্রত। হাইকোর্ট থেকে রক্ষাকবচ না পাওয়ার পরেই ফের সিবিআই নোটিস।
১৬দিনে ১৪ বার! কাল ফের দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের ৮৪ পয়সা মূল্যবৃদ্ধি। কলকাতায় লিটার প্রতি ডিজেল বাড়ছে ৮১ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হচ্ছে ১১৫.১২ টাকা। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৯.৮৩ টাকা।
গতবছর বিধানসভা ভোটের ঠিক আগে, ৩ রা ফেব্রুয়ারি সিঙ্গুরে ফের শিল্পের দাবিতে প্রতীকী শিলান্যাস করে বামেরা। কিন্তু সম্প্রতি কেউ বা কারা সেই ফলক ভেঙে দেয়। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন। তৃণমূলের বিরুদ্ধে ফলক ভাঙার অভিযোগ তুলেছে তারা।