Ek Dozen Golpo: পাথুরিয়াঘাটার পিকে টেগোর স্ট্রিটে জঞ্জালস্তূপে বিস্ফোরণ। Bangla News
abp ananda
Updated at:
12 Feb 2022 12:09 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভরদুপুরে পাথুরিয়াঘাটার পিকে টেগোর স্ট্রিটে জঞ্জালস্তূপে বিস্ফোরণ। গুরুতর জখম বছর ১৩-র কিশোর। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে সেখানে খেলছিল ওই কিশোর। বিস্ফোরণে তার হাত ও মুখের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে সে আরজিকরে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, ঘটনার পরপরই সেখানে যান বিজেপি নেতা কল্যাণ চৌবে।
কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও আইসোলেশন ওয়ার্ডে রোগীকে রেখে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। টালিগঞ্জের বাসিন্দা এক মহিলাকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিডনির সমস্যা থাকায় তাঁর ডায়ালেসিস চলছিল। রোগীর মেয়ের অভিযোগ, কোভিড টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে বলা হয়েছিল। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার পরও তাঁকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়নি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।