এক ডজন গল্প: ফেব্রুয়ারির মাঝামাঝি জারি হতে পারে বিজ্ঞপ্তি, এপ্রিলের মধ্যেই ভোটপর্ব শেষ করার চেষ্টায় নির্বাচন কমিশন
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘শুভেন্দুকে আক্রমণ করলে ছাড়ব না।’ কুণাল ঘোষকে হুঁশিয়ারি শিশির অধিকারীর। ‘একজন রিপোর্টার ১৬ লক্ষ টাকা বেতন পেতেন। এটা তো সারদার টাকা। ফেরত না দিলে কুণালকে ঘিরব।’ তৃণমূল মুখপাত্রকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। ‘শুভেন্দুর রাজনীতি আলাদা, কিন্তু পরিবার এক। ছেলেকে কিছু বললে ছেড়ে দেব?’ কুণালের আক্রমণ সম্পর্কে প্রতিক্রিয়া শুভেন্দুর বাবার। ‘যে তাঁকে মুখপাত্র করেছে, সে বুঝবে। পরিবারকে আক্রমণ করলে ছাড়ব না।’ শুভেন্দুর পাশে দাঁড়িয়ে মন্তব্য শিশির অধিকারীর।
বিজেপিতে বেনোজল রুখতে হবে। গোষ্ঠীবিবাদকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। ১৭ মাস পর বিজেপিতে সক্রিয় হয়ে আজ এই বার্তা দিলেন কলকাতা জোনের বিজেপির পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, বেনো জল রুখলে কলকাতা জোনের ৫১টি বিধানসভা কেন্দ্রে টক্কর দেবে বিজেপি। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
ফেব্রুয়ারির মাঝামাঝি জারি হতে পারে ভোটের বিজ্ঞপ্তি। জানুয়ারিতেই আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই ভোটপর্ব শেষ করার চেষ্টা করা হবে।
শনিবার থেকে রাজ্যে শুরু হবে করোনার টিকাকরণ। বাগবাজার স্টোর থেকে সরকারি হাসপাতালগুলিতে পৌছল কোভিশিল্ড। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওইদিন দুপুরে টিকাকরণ কর্মসূচি নবান্ন থেকে ভার্চুয়ালি দেখবেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের পাশাপাশি ৩টি বেসরকারি হাসপাতালেও টিকা দেওয়া হবে বিনামূল্যে।