এক ডজন গল্প: বয়স্কদের ফেরালেও বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের ভাড়ায় ছাড় বহাল রাখছে রেল | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবয়স্কদের জন্য রেলের ভাড়ায় (Rail Fare) ছাড় ফেরানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তৃণমূল সাংসদ দেব-এর প্রশ্নের লিখিত উত্তরে জানালেন রেলমন্ত্রী। রেল মন্ত্রকের সিদ্ধান্তে অখুশি যাত্রীরা। তবে কেন্দ্রের ঘোষণা, বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের ছাড় থাকছে আগের মতোই।
JEE মেনের জেরে পিছোল ISC। JEE মেনের পরিবর্তিত সূচি ও রাজ্যে উপনির্বাচনের জন্য ফের অদলবদল হতে পারে উচ্চ মাধ্যমিকের সূচিতে। কাল নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা।
করোনার সময় রেড ভলান্টিয়াররা (Red Volunteers) দৃষ্টান্তমূলক কাজ করেছেন। সারা দেশে এনিয়ে রীতিমতো আলোচনা হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। কিন্তু, পরবর্তী ক্ষেত্রে সেভাবে তাঁদের দলে নিয়ে আসা যাচ্ছে না। এর দায় নিতে হবে পার্টি নেতৃত্বকেই। সিপিএমের রাজ্য সম্মেলনে বললেন প্রকাশ কারাট। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির অনুমোদনেই বিধানসভা ভোটে জোট হয়েছে। কিন্তু, তৃণমূল অথবা বিজেপি-র বিকল্প আমরা হয়ে উঠতে পারিনি আমরা, তাই এই শোচনীয় ফল। জোটের জন্য দায়ী কে, এই আলোচনা বন্ধ করে কীভাবে মানুষের কাছে বিকল্প হওয়া যায়, তার দিকে নজর দেওয়ার বার্তাও দেন প্রকাশ কারাট।