এক ডজন গল্প: ইউক্রেনে হামলা চালাল রাশিয়া, ফোনে পুতিনের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাইকোর্টের নির্দেশের পর সিটের (SIT) কাছে বয়ান। সিটের কাছে বয়ান দিলেন আনিস খানের বাবা। তাঁর বাড়ির পরিবারের সদস্যদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। পরিবারের দাবি মেনে আনিসের সমাধিস্থলেও নিরাপত্তা দিল সিট। বসানো হল সিসি ক্যামেরা।
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। একাধিক শহর ছারখার করে দিয়েছে রাশিয়ার সেনা। পাল্টা ইউক্রেনের দাবি, তারাও রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। তবে যুদ্ধ সরঞ্জামের নিরিখে ইউক্রেনের থেকে রাশিয়া অনেক এগিয়ে। ফলে রাশিয়ার বিরুদ্ধে তারা কতদিন লড়াই চালাতে পারবে, সেটাই দেখার।
ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার হামলা। পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দ্রুত হিংসার সমাপ্তি ঘটুক, আবেদন নরেন্দ্র মোদির। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানো নিয়েও কথা। ইউক্রেনে আটকে ২০ হাজার ভারতীয়। ফিরে আসতে পেরেছেন ৪ হাজার জন ভারতীয়।