এক ডজন গল্প : জাতীয় শিক্ষা নীতি নয়, নিজস্ব শিক্ষানীতি আনছে রাজ্য, বললেন ব্রাত্য বসু ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হল G D বিড়লা স্কুল। আজ সকালে নোটিস দিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দেয়, পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই স্কুলের সামনে অভিভাবকদের আন্দোলন চলছিল। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বন্ধ হয়ে গেল অশোক হল হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলও।
মধ্যপ্রদেশের সিধিতে সাংবাদিকদের সঙ্গে বর্বরোচিত ব্যবহার। বিবস্ত্র করে সাংবাদিকদের লকআপে ভরল পুলিশ। বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ খোলায় নাট্যকর্মীকে জেলে ভরায় থানায় গিয়ে প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা। সাংবাদিকদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ।
জাতীয় শিক্ষা নীতি নয়, নিজস্ব শিক্ষানীতি আনছে রাজ্য, এবিপি আনন্দকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি রাজ্যের উপর চাপাতে চাইছে। এই ফতোয়া মানি না, দ্রুত রাজ্যের শিক্ষানীতি ঘোষণা হবে।