Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এক ডজন গল্প: ভাল নেই সৌমিত্র চট্টোপাধ্যায়, নতুন করে জ্বর আসায় উদ্বিগ্ন চিকিৎসকেরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2020 11:43 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ। সাতদিন এসএসকেএমের সামনে পরে থাকলেও ভর্তি নেয়নি হাসপাতাল, অভিযোগ শিশুর পরিবারের। আজ সকালে মৃত্যু হয়ে ১ বছর ২ মাসের শিশুটির। এই ঘটনার জন্য যারা দায়ী, তাঁদের শাস্তির দাবি পরিবারের। বেড না থাকায় শিশুটিকে ভর্তি করা যায়নি। তবে সাতদিন শিশুটি কোথায় ছিল জানা নেই, জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এবার রাজ্যের দুটি হাসপাতালকে জরিমানা রাজ্য স্বাস্থ্য কমিশনারের। ডিসান এবং ফ্লেমিং হাসপাতালকে ১ লক্ষ টাকা করে জরিমানা। কালীঘাটের বাসিন্দা রোগীর চিকিৎসায় অমানবিকতা। ডিসানে রোগীর বিল ৭ লক্ষ ৮৪ হাজার ৫৪ টাকা। সঠিক বিল হওয়া উচিত এক চতুর্থাংশ। এরকম হাসপাতাল বন্ধ হয়ে যাওয়া উচিত, বলল কমিশন। জোর করে রোগী আটকে রাখায় অভিযুক্ত ফ্লেমিং হাসপাতাল। লোকাল ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর। দুর্গাপুজোর আগে বাংলায় লোকাল ট্রেন চালু হোক। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। দ্রুত বাংলায় লোকাল ট্রেন চালু হোক, রেলমন্ত্রীর কাছে দাবি বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর। তিনি জানান, বেশি ভাড়া দিয়ে ভিড় বাসে উঠতে বাধ্য হচ্ছেন অনেকেই। এক ডজন গল্প: ভাল নেই সৌমিত্র চট্টোপাধ্যায়, নতুন করে জ্বর আসায় উদ্বিগ্ন চিকিৎসকেরা।