এক ডজন গল্প: দিঘা থেকে মাত্র ২৪০ কিমি দূরে ইয়াস, রাতভর নবান্নের কন্ট্রোলরুমে থাকছেন মুখ্যমন্ত্রী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরও কাছাকাছি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। পারাদ্বীপ (Paradip) থেকে ইয়াসের অবস্থান ১৬০ কিমি দক্ষিণ-পূর্বে। বালেশ্বর থেকে ইয়াসের দূরত্ব ২৫০ কিমি। দিঘা (Digha) থেকে ২৪০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়। সাগর (Sagar) থেকে ২৩০ কিমি দূরে অবস্থান করছে ইয়াস। পরিস্থিতির ওপর নজর রাখতে রাতভর নবান্নের (Nabanna) কন্ট্রোলরুমে থাকছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিকে নতুন সিবিআই (CBI) অধিকর্তা হচ্ছেন সুবোধ কুমার জয়সওয়াল। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্যানেলের পরামর্শে নিয়োগ। দু'বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। কাল দুপুরেই ওড়িশার বালেশ্বর ও ধামড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা। রিলিফ সেন্টারগুলিতে গিজগিজ করছে ভিড়। চলছে এনডিআরএফের (NDRF) সতর্কবার্তা।