এক ডজন গল্প : ৭২০তে ৭২০ পেয়ে নিটে প্রথম রৌরকেল্লার শোয়েব, আজ শহরের ১৭টি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2020 12:00 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সল্টলেক ইজেডসিসিতে পুজোর আয়োজনে করেছে বিজেপির সাংস্কৃতিক শাখা, ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পুজো নিয়ে তৃণমূল-বিজেপি টক্কর। তৃণমূলের 'ব্রাহ্মণ সম্মান' কর্মসূচিকে কটাক্ষ বিজেপির। "এটা রাজনীতির কর্মসূচি নয়," পাল্টা তৃণমূল। গোষ্ঠীকোন্দল নিয়ে মমতার হুঁশিয়ারির পর হাওড়াতে তৃণমূলের 'ঐক্য'। ৭২০তে ৭২০ পেয়ে নিটে প্রথম স্থান রৌরকেল্লার শোয়েব আখতারের। আজ শহরের ১৭টি পুজো উদ্বোধন করলেন মমতা বন্দোপাধ্যায়।